রুটিং হরমোন তৈরি পদ্ধতি



  • রুটিং হরমোন কী ?

কোনো গাছের কলম করার ক্ষেত্রে বিশেষ করে কোন গাছের কাটিং থেকে পুনরায় চারা উৎপাদের জন্য রুট হরমোন ব্যবহার করা হয়। কাটিং এইড তেমনই একটি রুটিং হরমোন পাউডার। এই রুটিং হরমোন একই সাথে পাউডার হিসেবে বা পেস্ট বানিয়ে দুই ভাবেই ব্যবহার করা যায়। কলম করার সময় রুট হরমোন ব্যবহার করলে খুব দ্রুত শিকড় গজাতে সাহায্য করে। এবং গাছটি ৭০% সুরক্ষিত ভাবে বেড়ে ওঠে।

  • এই রুটিং হরমোন কোথায় পাওয়া যায় ?

এই রুটিং হরমোন আপনি আপনার আসে পাশে চাষের জমিতে ব্যবহৃত বিভিন্ন সার কিটনাষক এর দোকানে পেতে পারেন। অথবা আপনি এই রুটিং হরমোন টি অনলাইনেও পেতে পারেন যেমন - Amazon, Flipkart এইরকম ওয়েবসাইট থেকে। বা আরো অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি এই রুটিন হরমোনটি অর্ডার করে নিতে পারেন এটির দাম সাধারণত ১০০ থেকে দেড়শ টাকা বা তারও বেশি হতে পারে কিন্তু অতটা আমি নেওয়ার কোন দরকার নেই ৬০ টাকা দামের একটি রুটিন হরমোন পাউডার নিলেই হয়ে যায়।

  • এই রুটিং হরমোন টি কিভাবে ব্যবহার করবো?

এই রুটিং হরমোন টি ব্যবহার করার নিয়ম হল মনে করুন আপনি একটি আম গাছের চারা তৈরি করবেন কাটিং পদ্ধতিতে সেই খেত্রে আপনাকে আগে আম গাছের একটি ডাল জীবাণু মুক্ত কাটিং মন্ত্র দিয়ে কেটে নিতে হবে। তার পর একটি পাত্রে গোবরে সার যুক্ত মাটি দিয়ে সেই রুটিং হরমোন পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তার কিছুক্ষণ পর সেই আম গাছের ডাল টির নিচের অংশে খানিকটা হরমোন পাউডার লাগিয়ে দিন। এই বার সেই আম গাছের ডালটিকে সেই পাত্রের মধ্যে বসিয়ে দিন আর ৩০ দিন কোনো একটি বড়ো গাছের নিচে রেখে দিন। এবং ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন সেখানে কোন টাইপের নোংরা আবর্জনা না পড়ে বা জল না পড়ে এবং হালকা ছায়া যেন থাকে।

  • রুটিং হরমোন বাড়িতে বসেই কিভাবে তৈরি করবো?

একটি বাটিতে -

১) ঘৃতকুমারী গাছের মে অংশ আমার ব্যবহার করি সেই অংশের খানিকটা নিন।

২) পরিমাণ মত দারুচিনির গুঁড়ো নিন।

৩) একটি বা দুটি পিয়াযের রস নিন।

৪) পরিমাণ মত মধু নিন।

৫) একটু আলুর রস নিন।

এই সব উপাদান গুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটি পরিষ্কার জিবানু মুক্ত কৌটোর মধ্যে ভরে রেখে দিন।

এইবার আপনার রুটিং হরমোন তৈরি, আপনি এটিকে এখন ব্যাবহার করতে পারেন।

  • তবে মনে রাখবেন

এই রুটিং হরমোন টি যেখানে ব্যবহার করবেন সেখানে ব্যবহার করার পর খানিকক্ষণ পর গাছটিকে রোপণ করবেন। এতে আপনার রুটিং হরমোন টি আপনার গাছের সঙ্গে ভালো ভাবে মুক্ত হয়ে যাবে।

  • এই রুটিং হরমোন টি কোন কোন গাছে ব্যবহার করতে পারবো?

আপনি প্রায় সব ধরনের গাছেই ব্যবহার করতে পারবেন। যেমন :- লেবু গাছ, আম গাছ, জাম গাছ, তেতুল গাছ, আঙ্গুরের গাছ, আপেলের গাছ, কুল গাছ বিভিন্ন প্রজাতির কাছে আপনি এই রুটিন হরমোনটি ব্যবহার করতে পারেন কিন্তু এই হরমোনটি ব্যবহার করার পর আপনাকে মিনিমাম ১০ মিনিট থেকে ১৫ মিনিট গাছটিতে লাগিয়ে আপনাকে কিছুক্ষণ রেখে দিতে হবে একটা ছায়া জায়গার মধ্যে তারপর সেই গাছটিকে রোপন করে একটি ভালো পাত্রে দিয়ে ঢেকে রাখতে হবে তাহলে আপনার গাছটি খুব সুন্দর ভাবে বেড়ে উঠবে।

কিন্তু আপনার জেনে রাখা দরকার আপনি বাড়িতে বসে যে রুটিন হরমোনটি বানিয়ে ফেলেছেন এইটি কিন্তু আপনার সেই কেনা রুটিন হরমোনের চেয়েও অনেক বেশি শক্তিশালী বা এটিতে অনেক ভালো কাজ করবে তাই আপনি মার্কেটে রুটিন হরমোন কিনতে যাবেন না কিন্তু পারেন কিন্তু না কেন এটাই ভালো বাড়িতে বানিয়ে আপনি যেটা ব্যবহার করবেন এটা কিন্তু আপনার সে কেনা রুটিন হরমোন থেকে অনেক ভালো কাজ করবে। এই রুটিন হর বোনটি ব্যবহার করার নিয়ম আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন আপনি সেখান থেকে দেখে এটি ব্যবহার করতে পারেন।

*

Post a Comment (0)
Previous Post Next Post